শূন্য


ইঁটের 'পরে ইঁট সাজিয়ে
            সৌধ গড়ে তোলো
কর্মশেষে সিঁড়ির বাঁধন খোলো।
     কতবার যে নামা ওঠা
    তবেই হাসে দালান কোঠা
জীবন ঝুঁকি, তবুও রোজ
           মহাশূন্যে ঝোলো
কর্মশেষে সিঁড়ির বাঁধন খোলো।


সন্ধ্যা হলে ফিরবে ঘরে
          অবসন্ন দেহ
এক ঘটি জল বাড়িয়ে দেওয়ার
         নেইতো ঘরে কেহ।
    তাকাও তখন আকাশ পানে
    খুঁজছ যারে নেই সেখানে
মেঘে ঢাকা সেই তারাটা
           রাত্রি অনেক হল
তখন আবার শূন্যে দোলায় দোলো।