ভারত স্বাধীন, আমরা স্বাধীন দেশের মানুষ
তবুও কেন ভারতমাতার নেই জৌলুস?
স্বাধীনতার সারার্থ নয় যথেচ্ছাচার
পচা গন্ধ সারাদেশে দগদগে ঘা'র।


স্বাধীনতার অর্থ যে কী, জানে না কেউ
প্রবল বেগে আছড়ে পড়ে যন্ত্রণা-ঢেউ।
কোনো নীতি না মানাই কি স্বাধীনতা?
কোনটা সত্য, কোনটা মিথ্যা জাগায় ব্যথা।


নিপাট সত্য বলাতেও বিরাট বাধা
অতর্কিতে বেরিয়ে গেলে পড়বে বাঁধা।
স্বাধীনতার মধ্যে আছে যে নীতিবোধ
তা লাগিয়ে করতে পারি ঋণ পরিশোধ।


ব্যবহারের বীভৎসতায় চমকে উঠি
বিদগ্ধজন অতি শীঘ্র চাইছে ছুটি।
শিক্ষিত আর অশিক্ষিতে কোথায় তফাৎ
কলুষতায় পরিপূর্ণ, বিরল নিখাদ।


অধিকারের ব্যাপারটাতে খুব সচেতন
বাধা দিতে গেলেই শুরু ঝড়ের মাতন।
পঠনপাঠন স্তব্ধ করে জুলুমবাজি
প্রশাসনও না গলাতে হয় না রাজি।


আন্দোলনের ধরন দেখে প্রশ্ন জাগে
রাজনীতি না শিক্ষাদীক্ষা, কোনটা আগে?
ধরনা দিলেই ও'সব দাবি মান্যতা পায়
যুক্তিপূর্ণ ছিল কিনা কে ভাবে হায়!


অযোগ্যদের রমরমা আজ প্রশাসনে
দুর্জনদের কে পাঠাবে নির্বাসনে?
খোলনলচে বদলে দিলে তবেই মুক্তি
ক্ষমতাসীন মানবে কেন এসব যুক্তি।