স্বাগত বৈশাখ
অজিত কুমার কর


তাকিয়ে থাকে বাঙালিরা কখন ফুরোয় চৈত্রমাস
শেষ বিকেলে চড়কমেলা রাত পোহালেই নতুন সাল
বাঁধভাঙা আনন্দ সবার পুবের আকাশ সিঁদুর-লাল
মাধবী-জুঁই তৈরি ছিল ছড়িয়ে দিল মধুর বাস।


পুজো দেওয়ার আগে চলে গঙ্গাবুকে শুদ্ধিস্নান
মায়ের কাছে প্রার্থনা এই বছর যেন সুখের হয়
মন্দিরে ভিড় জমায় সবাই পুজোর ডালি বর্ণময়
গর্ভগৃহে প্রবেশ করে মাকে দেখে জুড়ায় প্রাণ।


ঘরে ঘরে পূজার্চনা নতুন পোশাক সবার গায়
প্রত্যাশা এক স্বপ্নপূরণ হবে কিনা অনিশ্চিত
কঠোর পরিশ্রমই গড়ে সফলতার জন্য ভিত
এভারেস্টকে জয় করে সে পাশ করে যে পরীক্ষায়।


প্রথম দিনেই রথযাত্রা সাজো সাজো সাজো রব
বোশেখ মাসের পঁচিশ আবার কবিগুরুর জন্মদিন
উৎসব তাই লেগেই থাকে সমস্ত দিন নয় রঙিন
মন থেকে তো মুছতে হবে যত চিন্তা অবাস্তব।


রুদ্ররূপে কালবোশেখি আসে যেমন অকস্মাৎ
বিদায়ও নেয় চটজলদি লন্ডভন্ড চতুর্দিক
স্বস্তি মেলে প্রাণীকুলের দীনের কষ্ট অত্যধিক
ওদের ব্যথা হাওয়ায় মেশে বাড়ায় না কেউ তখন হাত।


© অজিত কুমার কর