স্বাগত নবীন
অজিত কুমার কর


দিন যায় মাস যায় ফুরোয় বছর
চৈত্রের শেষবেলা ম্লান রবিকর।
কী কী দিল এই সাল হিসাব মেলাই
করোনাকে নিয়ে গেল আর ভয় নাই।


এবারের মতো শেষ শিবের গাজন
দাঁড়িয়ে চড়কগাছ ওইদিকে মন।
গোধুলীর রং টুকু পাতায় পাতায়
বিদায়বেলায় শাঁখ ওই বেজে যায়।


নবরূপে এই রবি উদিবে আবার
নবীনের আগমনে ঘটা সাজাবার।
ঝকঝকে বেশভূষা চলে পূজাপাঠ
হোমের আগুনে পোড়ে চন্দনকাঠ।


খুশিতে আত্মহারা ছোটো বড় সব 
বাঙালির ঘরে ঘরে শুরু উৎসব।
পরমায়ু বারোমাস তারপর শেষ
রংচঙে কিশলয় ছড়ায় আবেশ।


© অজিত কুমার কর