স্বাগত নতুন বছর
অজিত কুমার কর


ক্যালেন্ডারের শেষ পাতাতে মা সারদার মুখ
কয়েক ঘন্টা পরেই শুরু নতুন একটা বর্ষ
সরাতে পারবো না আমি মঠের ক্যালেন্ডার
নতুনটাকে রাখবো পাশে বাড়বেই উৎকর্ষ ।


যা দিয়েছে বিগত সাল নয় তা মোটেও কম
আমার এ মন বরাবরই অল্পেতে সন্তুষ্ট
কত রকম মানুষ আছে বিচিত্র স্বভাব
একটু যদি খামতি থাকে অনেকে হয় রুষ্ট।


আমরা যদি কু-গুলোকে পুড়িয়ে করি ছাই
বদলে যাবে এই পৃথিবী আমাদের এই বঙ্গ
নবীন প্রবীণ দুই-ই সমান কোথাও নেই তফাৎ
ক্ষণে ক্ষণে উঠবে বেজে তখন জলতরঙ্গ।


বিদায় নেবে পুরোনো সাল আয়ু এক বছর
নবীনকে স্বাগত জানাই বাজাও বাজাও শঙ্খ
নবজাতক এলে যেমন ফুঁ দিয়ে বাজায়
কী দেবে ও অজানা সব সত্যি কি নিঃশঙ্ক?


ঘড়ির কাঁটা এক জায়গায় বছর হল শেষ
শুরু হল নতুন বছর সকলের আনন্দ
উঠল রেঙে সারা আকাশ আলোতে ঝলমল
প্রত্যাশা এই আসুক ফিরে সকলের স্বাচ্ছন্দ্য।


© অজিত কুমার কর