স্বাগত তোমায়
অজিত কুমার কর


মিনিট-সেকেন্ড-ঘন্টা-কাঁটা
কক্ষনো নয় স্থির,
রাত্রি গভীর, ঘুমোয়নি কেউ
পথে লোকের ভিড়।


তিনটি কাঁটাই বারোর ঘরে
বাজল বারো ওই,
'সুস্বাগতম ওগো নবীন'
ফুটেছে মুখে খই।


আতশবাজির রঙিন আলোয়
উঠল রেঙে মন,
ভাটা-বিহীন খুশির জোয়ার
স্বর্ণালি এই ক্ষণ!


এ রং যেন লেগে থাকে
এটাই মানুষ চায়,
রং হারালে সবার জীবন
দুঃখে ভরে যায়।


তোমার কাছে প্রার্থনা এই
মাথায় রেখো হাত
পূরণ ক' রো সব আকাঙ্ক্ষা
ফুরিয়ে এলো রাত।