স্বপনে দাও দেখা
অজিত কুমার কর


দেখা দিলে স্বমহিমায়
স্বপ্নে আমায় রাত্রিতে
দাওনা দেখা জাগরণে
চিন্ময়ী ওই মূর্তিতে।


লাল জবাতেই মালা গেঁথে
পরাই রোজই তোমাকে
শুধুই বলি, 'সবার শিরে
যেন কোমল কর থাকে'।


কাজের মধ্যে ডুবে থাকি
নামবে যখন গোধূলি
তখন একটু বিশ্রাম পাই
তোমার হাতে রং-তুলি।


অপলকে তাকিয়ে থাকি
কী অপূর্ব কারুকাজ
মুহুর্মুহু রং বদলায়
তখন তুমি বেশ দরাজ।


ভাবতে ভাবতে আঁধার নামে
শুরু আমার জল্পনা
ক্লান্তিতে চোখ বুজে আসে
কত রঙিন কল্পনা।


© অজিত কুমার কর