স্বপনে জাল বুনি
অজিত কুমার কর


যেদিনগুলো হারিয়ে গেছে নাই বা এল ফিরে
নতুন কত স্বপ্ন জাগে কংসাবতীর তীরে।
সেই নিমগাছ সেই বটগাছ দুটোই জেগে আছে
একা একা আজও বসি আমি ওদের কাছে।


বটের ঝুরি বলে আমায়, 'ঝাঁপ দিবিনা জলে?
দিই না জবাব মৌন থাকি, 'তোমার কথা বলে'।
মন খারাপের কী দাম আছে অতীতকে যাও ভুলে
নতুনভাবে বাঁচতে শেখ গান কর প্রাণ খুলে।


দেখবে পানসি এগিয়ে যাবে পাল তুলে গৌরবে
হয়তো আবার জলপথেই কোথাও দেখা হবে।
তোমার কেমন অনুভূতি জানতে ইচ্ছে করে
বলতে যদি না চাও তবে রাখ তা অন্তরে।


স্রোতের টানে কতকিছুই সমুদ্রে যায় ভেসে
পাল তুলে যেই নৌকা যেত উঠতে তুমি হেসে।
ঈশানকোণে মেঘ জমেছে বৃষ্টি হতে পারে
ফিরব না ঘর তুমি এলে যাবই অভিসারে।


আকাশকুসুম এ কল্পনা ঘটবে কী বাস্তবে
রামধনু 🌈 রং ক্ষণস্থায়ী সবই মলিন হবে।
তৃতীয়ার চাঁদ পাতার আড়ে দিচ্ছে এবার টুকি
ধীরে ধীরে ঘনায় আঁধার, ঘরের অভিমুখী।


© অজিত কুমার কর