স্বপ্ন দেখায় ইচ্ছেডানা
অজিত কুমার কর


কল্পলোকেই উড়ে বেড়ায়
ঘরের ভিতর রয় না মন
শৈশবের মাহাত্ম্য এটাই
শৃঙ্গজয়ের কঠিন পণ।


হাজার প্রতিবন্ধকতা
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তাঁর
ছিঁড়ে ফেলার চেষ্টা চলে
করে না সে হার স্বীকার।


প্রজাপতি ফড়িং ওড়ে
যেথা খুশি সেথায় যায়
উড়তে গেলেই পাখনা লাগে
পাবার আশায় দিন কাটায়।


ভাবতে ভাবতে শৈশব শেষ
ওড়ার ইচ্ছা জেগেই রয়
কৈশোর যে আরও দামাল
ছিনিয়ে নেবে এবার জয়।


ইচ্ছেগুলোই দেখায় দিশা
ফুলবিছানো নয়কো পথ
জয়ী তাকে হতেই হবে
নিয়ে ফেলে সেই শপথ।


© অজিত কুমার কর