স্বর্গের চাবি
অজিত কুমার কর


কোথায় পাঠাতে চাও স্বর্গে না নরকে
জানি পক্ষপাতহীন তোমার বিচার
মাথা পেতে নেব রায় খুলে দিয়ো দ্বার
এ-নাম অপ্রাসঙ্গিক, প্রস্তর ফলকে।


দুটোই অপরিচিত অজানা জগৎ
পূর্বসূরিদের দেখা পাব কি ওখানে?
হারিয়েছি প্রিয়জন বেরোব সন্ধানে
যতই দুর্গম হোক ওখানের পথ।


পার যদি করে দিয়ো বাগানের মালি
চাবি তো তোমার হাতে এটাই প্রার্থনা
চেয়েছি কেবলমাত্র কৃপা এক কণা
ধরায় চলার পথে শুধু চোরাবালি।


যোগসূত্র ছিন্ন হবে পৃথিবীর সাথে
সঞ্চয় কিছুই নাই নিঃস্ব, অনিকেত
চলে যাব চিরতরে পেলেই সংকেত
এসেছি যেমন আমি যাব খালি হাতে।


করেছি জীবদ্দশায় যত পাপ-পূণ্য
পাল্লায় কোনটা ভারী জেনে যেতে চাই
তোমার শরণাপন্ন অন্য পথ নাই
দুইদিক মিলে গেলে সম্মান অক্ষুন্ন।


© অজিত কুমার কর