টান, ঘরে ফেরার গান
অজিত কুমার কর


বিদেশে বিভুঁইয়ে যারা প্রাণ আকুপাকু
অব্যক্ত যন্ত্রণা যত পুঞ্জিভূত থাকে
'ভুলেই গিয়েছ বুঝি সম্পূর্ণ আমাকে'
বারংবার ধাক্কা মারে পিঠে বুকে মাকু।

যেতে হয় ঘর ছেড়ে জীবিকার টানে
সংসার বিশালাকৃতি ক্ষুদ্র কারও কারও
কীভাবে চলবে দিন উপার্জন আরও
একার মরুতে বাস বাকি মরুদ্যানে।


নিয়েছে দু'মাস ছুটি ফেরা ডিসেম্বরে
ফর্দটা অনেক লম্বা কিছু দিতে হবে
না হলে গোমড়া মুখ শাপান্ত নীরবে
'রিক্ত হস্তে গোবর্ধন এসেছ কী করে!'


উপহার দিতে নিতে উদগ্র বাসনা
তাই যত কষ্ট হোক সেটুকু একার
খুশিতে উজ্জ্বল হবে শ্রীমুখ সবার
দর্শনে আনন্দ প্রাপ্তি এটাই সান্ত্বনা।


স্বদেশে ফেরার টান সব প্রবাসীর
গুনগুন গুনগুন ঘরে ফেরা গান
শয়নে স্বপনে শোনে মায়ের আহ্বান
নীরব-নিশিথে ঝরে তাঁর আঁখিনীর।


© অজিত কুমার কর