তবুও শামিল উৎসবে
অজিত কুমার কর


বিজয় দিবস আনন্দ দেয় প্রাণে
আমরা ভরাই আকাশ বাতাস গানে।
লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে
স্বাধীনতা এলো তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে।


এক-ই সূর্য দেখছি নতুন রূপে
শুধু হাহাকার শুনি ধ্বংসস্তূপে।
কত জননীর কোল হয়ে গেল খালি
কত ভগিনীর কপালে লেপেছে কালি।


নয়নের জল কপোলে লেগেই থাকে
শুষ্ক হলেও ওঠানো যাবে না তাকে।
কীসের জন্য এত প্রাণ দিতে হলো
দেশের মানুষ আজ কী পেয়েছে বলো!


আপন স্বার্থে চলে শুধু ঘোরাঘুরি
দিবসেও ওরা করে যায় জুয়াচুরি।
ওদের দাপটে জনগণ ভয়ে জুজু
মুখ খুললেই মিথ্যা মামলা রুজু


বিজয়ের মধু ওরা খায় লুটেপুটে
গরিব দুখিরা হতাশায় মাথাকুটে।
তবুও শামিল বিজয়ের উৎসবে
কী জানি কখন ওদের সুরাহা হবে।


© অজিত কুমার কর