তাহলে তুমিই হাল ধর
অজিত কুমার কর


যারা চিরকাল বেহিসেবী
রাখে না হিসাব খরচের
আয় বুঝে ব্যয় দুষ্কর
শুধু মাস শেষে পায় টের।


উপার্জনের সব টাকা
গৃহিনীর হাতে অর্পণ
যারা করে দেয় আগেভাগে
এমন মানুষ কয়জন ?


চলে ভোগান্তি খিটিমিটি
'আয় বুঝে তুমি ব্যয় কর'
এই উপদেশ গিন্নির
'তাহলে তুমিই হাল ধর'।


© অজিত কুমার কর