সেদিন রাতে শেওড়াগাছে
পেতনি-দুসই দুলছিল
তিনটে ছানা একটু দূরে
ডাংগুলি বেশ খেলছিল।


একটা বলে ‘ছোট্টো থেকেই
বুদ্ধি আমার কম ছিল
তা বলে কি বাচ্চাদেরও
কপালে কী এই ছিল!’


‘ভূতের দেশে কখনও কি
লেখাপড়ার চল ছিল
ভূতের রাজা সেদিন রাতে
এমন কথাই বলছিল।’


খেলতে খেলতে ওদের কথা
একটা ছানা শুনছিল
‘জ্যান্ত মানুষ পড়ছে না আর
হলের মধ্যে টুকছিল।


প্রশ্ন উত্তর সবই জানা
থলির ভিতর লাখ ছিল
ফলপ্রকাশে পুস্তিকাতে
দশের মধ্যে নাম ছিল।’