টানছি ঘানি
অজিত কুমার কর


মুখ বুজে কাজ যাচ্ছি করে
কপাল আমার মন্দ,
অনাথ আমি চলার পথে
পাই না খুঁজে ছন্দ।


রোজ দুবেলা খাদ্য জোটে
সহ্য করি কষ্ট,
গোরু চরাই বাঁশি বাজাই
হয় না সময় নষ্ট।


মাঠে কত বন্ধু জোটে
তারাই আমার সঙ্গী,
কেউ বা পটু অভিনয়ে
মজার অঙ্গ-ভঙ্গি।


কলুর বলদ টানে ঘানি
সকাল থেকে নিত্য,
কাজের শেষে খাবার খেয়ে
সতেজ রাখে চিত্ত।


ওদের সাথে নেইকো তফাৎ
আমি প্রভুর ভক্ত,
স্বপ্নে আমায় মা বলে দেয়
মনকে রাখিস শক্ত।


© অজিত কুমার কর