@    শহিদ ক্ষুদিরাম
    লহ তুমি আমাদের
       বিনম্র প্রণাম।
দেশের জন্য জীবন দান
কন্ঠে ভারত-মুক্তি গান।
         ***
        মৌরসী পাট্টা
ভোগবিলাসে কাটত দিন
       পড়েছে গাঁট্টা।                  
ভূ-স্বর্গে তার চিল চিৎকার    
  এটাই তাজা সমাচার।
          ***
    নাগাল পাওয়া ভার
সিঁধ কেটে যে করল ফাঁক
   দায় নেবে কে তার?
যোগসাজশে এমন হয়  
  গুপ্ত তাদের পরিচয়।
         ***
    তারই দেমাক ভার
কাট মানি আর ব্ল্যাক মানি
       পকেটস্থ যার।            
অনেক দূরে গড়ায় জল
বাদ যাবে না কোনো দল।
           ***
      সর্বদা টলমল
জীবন যেন এক ফোঁটা
    কচুপাতার জল।        
কার কখন দিন ফুরাবে
  মাটিতে মিশে যাবে।
         ***