#      অতিশয় চালাক
      ও' যে মস্ত প্রবঞ্চক
        কষছে শুধু ছক।
   যতই জ্বালুক ঝাড়বাতি
      দূরত্মারা ওর সাথি।
             ***
       এটা নতুন নয়
    বিধায়ক কেনাবেচা!
    কোটি টাকায় হয়।
বিক্রেতাটি নিজেই মাল
ক্রেতা কে, শকুনির চাল!
            ***
    পাওনি পদ যুৎসই
  রং বদলের ইচ্ছে তাই
     আমরা রাজি নই।
   দলবদল নিষিদ্ধ হোক
  শুনে ওরা গিলছে ঢোক।
            ***
      শাঁখা ও সিঁদুর,
   বিবাহিতর চিহ্ন নাই
     এ বিধান হিন্দুর।
  যেথা খুশি সেথা যাও
  নিষিদ্ধ ফল একা খাও
           ***
     অন্ধকারের জীব
আলোকে পায় ভীষণ ভয়
   মানুষ হয়েও ক্লীব।
  দর্প তোমার না মানায়
দেখে নিয়ো মুখ আয়নায়।
           ***
     আছে প্রচুর ডাঁশ
  ওদের কামড় ভয়ঙ্কর
      বন্ধ হবে শ্বাস।
   শুনে হচ্ছে না বিশ্বাস
  ফেলছ কেন দীর্ঘশ্বাস?
           ###