*   তানকা - এগারো
    অজিত কুমার কর


    দাও একটু পরাগ
দুঃখীর ভাগে কেবল দুখ!
    ওটাই হবে ফাগ।
না হলে সে বাঁচবে না
গোলাম বাঁদি নয় কেনা।
         ###
     খবরে প্রকাশ
বিচারকের লিঙ্গ নেই
     হঠাৎ সর্বনাশ!
দ্বন্দ্ব জাগে আজ মনে
    অভিযুক্ত ধর্ষণে।
          ###
    কাটে মাস বছর
তবু হয়না বিচার শেষ
   হায় আল্লা ঈশ্বর!
মরার পরে পায় সমন
  বিচার নাকি প্রহসন!
          ###
     দেহ পুড়ে ছাই
খুঁজে পাই না আত্মাকে    
     নাভিকুন্ড পাই।
পূত গঙ্গায় নিক্ষেপণ
ব্রহ্মার উদ্দেশ্যে গমন।
          ###
  কেউ হয় মাতৃহীন
   শব তো সর্বহারা
  কেউ আত্মীয়হীন।
  অনন্তলোকে যাত্রা
পাবে কি অন্য মাত্রা?
         ###