#   সর্বাগ্রে আমার                
চাই সুসংহত বিকাশ
    ক'রছ উপহাস!                
বলছ আমায় স্বার্থপর    
গুছাই আগে আপন ঘর।
-------------------
       রইবে না অভাব              
  যদি ফোটাও হলুদ ফুল
       অন্তরে সদ্ভাব।                
  চাবির গোছা সাথে যার  
জেনো সে'জন ক'রবে পার।
-------------------------
   এ কেমন আকাশ!      
  হৃদয় তার কলুষিত      
  মানুষ কি ওর দাস?  
জাহির করে শক্তি তার
কবে পাবে ন্যায় বিচার।
---------------------
    আকাশ নয় একা        
ঝঞ্ঝা তুফান জয় বিজয়
  ওইতো যায় দেখা।        
রাশি রাশি ফুল ছড়ায়  
খুশির বন্যা বয়ে যায়।
----------------------
       ওটা তো চূড়া
   অন্তরালে আছে ঢের
     বুঝলে অ-খুড়া!            
  এমন মালে ভর্তি দেশ
ওদের সবার গুণ অশেষ।
---------------------
      এত উদ্ধত!                        
যা করেছে তা সঠিক    
     নিজে অক্ষত।                
এক ফোঁটাতে দুধ নষ্ট  
যেন পায় জবাব স্পষ্ট।