*  আগুন তোমার চাই?
    স্ফুলিঙ্গ চাপা আছে
      ঘেঁটে দেখো ছাই।
     অন্তর্দহন নিভে না
   দুধের আস্তরণ ফেণা।
---
        অরাজকত্ব,
ভোগান্তি বেড়েই চলবে
     পেয়েছে স্বত্ব।
বৃথা করো হাপিত্যেশ
চুষে চুষে রস নিঃশেষ।
-----
      পেলাম না দেখা
এ' দোষ কখনো তার নয়
       রয়েছি একা।
   হয়তো ডেকেছিল সে
  আমি ছিলাম খোলসে।
------
      শ্রাবণে বিলাপ
   উত্তাপে অতিষ্ট প্রাণ
      বৃথা মনস্তাপ।
উষ্ণায়ন কারণ, না কি?
  দক্ষিণবঙ্গকে ফাঁকি।
-----
     কুয়োটা সম্বল
মৌসুমী এলো না আর
  কোথা পেয়ে জল।
পাখিরা ভুলেছে গান
পড়ল কেন জলে টান?