#          ঠিকানাবিহীন চিঠি
            অজিত কুমার কর


    চিঠিটা ভরেছি ঠিকানাবিহীন খামে
ঠিকানা না দিলে পৌঁছাবে কী করে ধামে।
           দখিনায় কান পেতো
          সবিশেষ জানে সে তো
  কখন কী লিখি চিঠিগুলো কার নামে।


     আমার মনের গোপণ বারতা যতো
   দখিনাই জানে মিতালি আমার কতো।
            কত কী যে যায় বলে
              মধুপেরা শতদলে
এসোনা এখানে, তাহলে দারুণ হতো।


    গোধূলির রঙে রেঙে ওঠে দিঘিজল
    ডাহুক-ডাহুকি হাঁস করে কোলাহল।
            সোনা রোদ ঝিকিমিকি
            আর চাই বলো কী কী
    ভেসে আসে বায়ে মহুয়ার পরিমল।


   দূরে যে পাহাড় দেখনি কখনো আগে
   লাগে অপরূপ ওকে গোধূলির ফাগে।
            ধীরে ধীরে ডোবে রবি
             আকাশে বিলীন ছবি
  তোমার মুরতি ক্ষণে ক্ষণে মনে জাগে।