তোকে নিয়েই উধাও হব
অজিত কুমার কর


তোকে নিয়েই উধাও হব
রাত্রি প্রভাত হলে
কোথায় যাব জানবে না কেউ
হেমন্ত ঝলমলে।


ঝিলের ধারে বসবো দুজন
বল দেখি তুই কেন?
সাজিয়ে দিলে লাগবে তোকে
উর্বশী এক যেন।


দারুণ মিষ্টি দুটো পেঁপে
রেখেছি পকেটে
ছুরি আছে কেটে কেটে
সাজিয়ে দেব প্লেটে।


তোর পছন্দ হবেই জানি
মৌন কেন, বল
একনাগাড়ে আমিই শুধু
বলছি অনর্গল।


এবারে মুখ খুলল মিতা
ধরল একটা গান
শুনে আমি মোহিত হলাম
জুড়িয়ে গেল প্রাণ।


© অজিত কুমার কর