তোমার ছবি হয়নি ফিকে
অজিত কুমার কর


যেদিন তোমায় প্রথম দেখি
হয়তো তোমার নেই মনে,
পলকবিহীন নয়ন আমার
সূর্য ডোবার সেই ক্ষণে।


মনমুকুরে তোমার ছবি
আজও তেমনি সমুজ্জ্বল,
আছ হাজার মাইল দূরে
তবু শুনি পায়ের মল।


টকটকে লাল সিঁথির সিঁদুর
কপালেও মস্ত টিপ,
এখনও তো যাওনি ভুলে
লাগাও চুলে রঙিন ক্লীপ।


এমন ছবি রোজই দেখি
আঁকি মনের ক্যানভাসে
সুরক্ষিত থাকে সেথায়
যায় না উড়ে বাতাসে।


দুঃখ শুধু এটাই আমার
ফেরত পেলাম একটি বই
'তোমায় দিলাম' লেখা আছে
কোথায় গেল আমার সই?


© অজিত কুমার কর