*
পৃথিবীতে তোমার মতো কেউ বাসে না ভালো
  জানি জানি অন্ধজনে তুমিই দেখাও আলো।
            আমার ব্যথা জানাই কারে
            খুঁজে বেড়াই পাই না তারে
আর কিছু নয় মনকাননে জ্ঞানের দিয়া জ্বালো,
            আমি      পাই যেন সেই আলো।


  বর্ণালী ওই  আকাশজুড়ে, প্রজাপতির পাখা
  পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার অঙ্গ আবির মাখা।
              মাধবী তার গন্ধ দিয়ে
             অবশ করে আমায় কী এ
   কার পরশে ও' মাধবী এমন গন্ধ ঢালো,
           তুমি     আপন দিয়া জ্বালো।