ত্রিকূটের পথে
অজিত কুমার কর


ত্রিকূট পাহাড়-শীর্ষে মাতাজি-মন্দির
পুণ্যলাভে অভিযাত্রী কেউ পদব্রজে
কেহ-বা ঘোড়ায় চড়ে মা'র নাম ভজে
পাশাপাশি কত শৃঙ্গ সদা উচ্চ শির।


হেঁটে চলি লাঠিহাতে অতি ধীর পা'য়ে
পিছনে জীবনসাথি ঝোলাব্যাগ সাথে
গ্লুকোজ রয়েছে আর টুকিটাকি তাতে।
হাল্কা পোশাক-আশাক দুজনার গা'য়ে।


বিরতি নিতেই হয় বসে পড়ি পাশে
লক্ষ্য দেবী দরশন কীবা তাঁর রূপ
প্রায় বারো কিমি পথ প্রকৃতি নিশ্চুপ
কৃতকার্য হব ঠিক প্রত্যয় নিশ্বাসে।


হেঁটেছি ঘন্টাছয়েক এলাম সমীপে
একেবারে খালি হাতে প্রবেশ চত্বরে
গুহার ভিতরে ঢুকি এক এক করে
মূর্তি নেই শিলাস্তূপ আলোকিত দীপে।


মনোবাঞ্ছা পূর্ণ হল মধ্যাহ্ন তখন
সেরে ফেলি চটপট দুজনে আহার
এতটুকু ক্লান্তি নেই এ তো কৃপা মা'র
এবার নিম্নাভিমুখী তৃপ্ত তনুমন।


© অজিত কুমার কর