তুমি শেফালিতে
অজিত কুমার কর


শিউলি ফুলের পাঁপড়িজুড়ে দেখি তোমার মুখ
ওতেই যত সুখ
মুঠোয় রেখে গন্ধ শুঁকি আবার খুলে দেখি
আগের মতোই সেই হাসিমুখ, গন্ধে ভরে বুক।


সারাবছর ধরেই ফোটে তোমার গাছে ফুল
সৌরভে আকুল
গ্রীষ্মে যখন তীব্র দহন তখন মেটাই তৃষা
সকাল-সন্ধ্যা একটি দিনও হয় না আমার ভুল।


সন্ধ্যা থেকে ভোর অবধি বাতাসে সৌরভ
এ তোমার গৌরব
হাজার কুঁড়ি নয়ন মেলে এটাই রাত্রিলিপি
এমন সময় ফোটে এ ফুল বিহঙ্গ নীরব।


সকালবেলা চাদর পাতা কোথায় গেল ঘাস
এটা পুজোর মাস
সমস্ত ফুল যায় না ঝরে বোঁটায় লেগে থাকে
ফুলের গায়ে জড়িয়ে থাকে সবটুকু সুবাস।


© অজিত কুমার কর