তুমিও কি ভাবো


শালিখ দুটোর যখন ডাকাডাকি
তখন আমি তোমার ছবি আঁকি।
আছে তা গোছানো
তুমি কি তা জানো
তোমার কাছে এসব গোপন রাখি
ছাদের কোণে দাঁড়িয়ে আমি থাকি।


যখনই যাও এপথ দিয়ে হেঁটে
ওইদিকে চোখ দেয়ালে রই সেঁটে।
মনমুকুরে তুমি
দক্ষিণা মৌসুমী
মিনিট কয়েক কীভাবে যায় কেটে
ওতে কী আর তৃষ্ণা কারও মেটে।


সেদিন যখন তাকালে এই দিকে
আমি তখন দেখছি মাধবীকে।
প্রশ্ন চোখে মুখে
দক্ষিণ অভিমুখে
যেই এগোলে কিন্নরী মুখ ফিকে
তবু আমি তাকাই অনিমিখে।


তুমিও কি আমার মতো ভাবো
তুমি আসবে, নাকি আমিই যাবো।
ভেবেভেবেই সারা
খসে না শুকতারা
দেখতে পেলে এবার ডাক পাঠাবো
পথে তোমায় কী করে আটকাবো।


কল্পলোকে দোদুল দোলায় দুলি
ফোটে না আর আফোটা ফুলগুলি।
যাবেই যদি ঝরে
কেন কুসুম ধরে
মনপাপিয়া আকুলিব্যাকুলি
কেমন করে বলো তোমায় ভুলি।


@ অজিত কুমার কর