উদ্ভাসিত যৌবন
অজিত কুমার কর


ফুলের মতোই বিকশিত তোমার উদ্ভিন্ন যৌবন
ইচ্ছে করে মোটুসী হই রঙিন রেণু লাগাই গা'য়
তোমায় দেখে খুব উতলা উড়ুক্কু এই ভ্রমর মন
ফুলের মতোই বিকশিত তোমার উদ্ভিন্ন যৌবন।
কলশিতে জল নিয়ে তুমি আপন কুঞ্জে যাও যখন
ভিজে আঁচল লুটায় ধুলায় মল বাজে ওই রাঙা পা'য়
ফুলের মতোই প্রস্ফুটিত তোমার উদ্ভিন্ন যৌবন
ইচ্ছে করে মোটুসী হই রঙিন রেণু লাগাই গা'য় ।


© অজিত কুমার কর