উড়ে বেড়াই
অজিত কুমার কর


পাখির মতোই উড়ে বেড়াই সারাটাদিন ধরে
কেউ পারে না ধরে রাখতে এখন আমায় ঘরে।
পথই আমার ঘর
এখন    আমি স্বনির্ভর
নামবে আঁধার হয়তো কোনো অচেনা প্রান্তরে।


দিনের চেয়ে অনেক বেশি রাতকে ভালো লাগে
বনবাদাড়ে আমার সাথে পেঁচাই কেবল জাগে।
রাতে নীরব বন
আমার    মন হয় উন্মন
তারার আলোয় গলা ছেড়ে গান ধরি বেহাগে।


ধ্রুবতারার মতো আমি নয়কো মোটেও স্থির
ভোরের আলো কখন ফোটে সেজন্য অস্থির।
মেলছে পাখা ডানা
ওরা    খুঁজবে এবার দানা
একটা নতুন দিনের শুরু হচ্ছে তো শিগগির।


© অজিত কুমার কর