উৎখাত ফুটপাত
অজিত কুমার কর


আমাদের দেশ উন্নত খুব গাড়িতেই যাতায়াত
নিষ্প্রয়োজন তাইতো এখন উৎখাত ফুটপাত।
ওখানে বসেছে হাজারো দোকান মিলবে যা প্রয়োজন
কোষাগারে জমে বিপুল অর্থ সুখ্যাতি অর্জন।


ভিখারি-শূন্য এখন এ দেশ পৃথিবীতে বন্দিত
কুৎসা রটালে সন্ত্রাসবাদী তাই জনগণ ভীত।
অতি সক্রিয় সাংবাদিকের হয়েছে হাজতবাস
মুক্তির আশা দূর পরাহত যতদিন চলে শ্বাস।


যে বুদ্ধিজীবী শিরদাঁড়াহীন পেয়ে যায় মাসোহারা
ক্রীতদাস যেন তাই মুখে তালা বিলাসে আত্মহারা।
মহিমা অপার ওসব লোকের অর্থই যেন সব
মনুষ্যত্ব বিকিয়ে গিয়েছে সত্যি মহানুভব!


আসল চিত্র জনগণ দেখে আতুরের হাহাকার
গাড়ি চাপা পড়ে জীবন হারায় এটাই নিয়তি তাঁর।
মিলবে খাদ্য মিলবে অর্থ ভোট ফুরোলেই শেষ
জনসাধারণ বুঝে গেছে সব নীরবে হাপিত্যেশ।


যে দল যখন হয় গদিয়ান বেরোয় তাঁর স্বরূপ
লুটেপুটে খায় যে যেমন পারে একদম অনুরূপ।
আস্থাভাজন কোনো দল নয় সবাই স্বার্থপর
যত দুর্নীতি রক্তকণায় সাধুবেশী তস্কর।


© অজিত কুমার কর