দেখতে দেখতে একটি বর্ষ শেষ
সারাটা বছর কাটলো কই বেশ !
ঘুমের ঘোরে উড়ন্ত এক পাখি
খুঁজছে স্বপ্নকে; যদিও রাস্তাটা অনেকটা বেশ...
পিঠে ভার , মাথায়  চাপানো পুঁটলি বোঝা
সারাটা বছর এমনই গেলো,পথটা নয়কো সোজা।
ভাবনাগুলো স্বপ্ন হবে
নতুন বছর আনবে কবে ?
সোনালী রঙের  জীবনের ওই  ছটা...
সুখ নাই হয় পাইবো ,খানেক কটা!
একুশ গেলো বাইশ এর ট্রেনে
পরিবর্তন নাই বা হলো ,এইটা নয় নিলুম মেনে।
আকাশের তারাগুলি আবার জ্বলবে ,
আমায় আবার রূপকথার কথা কইবে।
চারিদিকে শুধু স্বপ্নের জলসা দেখবো,
আমার উপন্যাসে তোমাদের আঁকবো
তোমাদের মত করে,
যেমনটি চাও স্বপ্ন দেখা ঘুমন্ত এক ঘোরে।
দিন যায় দিন আসে
বর্ষের ভাবনা গুলো ঘুড়ে বেড়ায় ট্রাম আর বাসে
রাস্তার ময়লা গুলো সুন্দর করেছে তোমাকে
আমার উপন্যাসে তুমি কি স্থান দেবে আমাকে ?
চারিদিকে শুধু নতুনের গান
আজ আমি লিখেই নিজেকে দেবো যোগ্য এক স্থান
আমি কবি হয়ে জীবনের উপন্যাস ভালোবাসি
একুশের বর্ষ কইছে মোরে কানে কানে ' আসি ! '