তোমার চোখে প্রেমের গন্ধ,
কাহার যেন কষ্টসম।
তোমার হাতে স্পর্শ পাগল,
এই বৃষ্টিই সর্বনাশা পদ্মাসম।


দেখেছো কভু বন্যা হলে ,
পরিস্থিতির আলোক অবসান?
তোমার চিন্তায় প্রশ্ন ছোড়ে
ভাবনার কত নিচু মান !


তোমার কাছে এ শুধুই,
পশলা বৃষ্টি ভেজা সুখ যেন !
ভাবনা ভাবো প্রশ্নগুলো,
হঠাৎ- ই এলো কেন!


তোমার চক্ষে লেগেছে
যখন রোমান্টিকতায় গান ;
তক্ষুণি তো 'বাঁচাও' বলে
চিৎকার ধ্বনিলো কণ্ঠবান ।


বন্ধ কর এমন ভাবনা
মৃত্যু যেথায় এক পশলা যায়,
তোমার কাছে রোমান্টিকতা
অন্যজনার আকুতি শুধু বাঁচাতে চায়।।