-অমন করে কি দেখছ নিদর্শন?
-শাড়ি তে তোমায় ঠিক কেমন লাগে!
-কেমন?
-তার ব্যাখা-ই খুঁজে পাচ্ছি না?
-ও কেমন কথা?
-তা তো শ'খানেক মনে পড়ছে। কয়টা বলবো?
-সবকটা।
-তোমার শাড়িতে ভাঁজ পড়লে ভোরের শিশির জেগে উঠে। যেমন -এক ফোঁটা ঘাসে এক ফোঁটা জল!
-আর?
-নিশি শেষে তোমার চুলে ভেজা ছাড়া আঁচলে; পূবালী জানালার হাওয়ায় চুরমার করে দিয়ে যায় আমার ঘরো আয়না!
-তারপর?
-শিউলি ফুলে খোঁপা বাঁধতেই আমি জড়সড় হয়ে যাই!এক নিশির এক ভোর নয়, অনন্ত নিশিকে ভোর করে সাজিয়ে রাখি সজ্জায়।
-লজ্জা হয় না বুঝি?
-রোজ ভোরে তুমি যে রূপ স্নিগ্ধতা ছড়াও। তা কোনো দুপুর রাতে ধরা দেয়নি!
- রুপ টলমল যে?
-নিশির পরে তুমি মুখ লুকাতে শাড়িতে আলিঙ্গন করো বলে! আর কত বলবো?
-যত শ্রবণ শক্তি আছে।
-         নীলাম্বরী।
তুমি প্রেম দিবে?না প্রেমাঞ্জল?
আমি লুটপাট করে নিবো!


"নিশিভোর"


Israt Jahan Panna