কালো মেয়েদের প্রেমিক থাকে না।
ওদের থাকে,প-তে-প্রিয়জন।
সেই প্রিয়জন কখনো তাদের প্রেমে পড়ে না।
থাকে ভিতর,ভিতর গড়া একটি 'মায়াজাল'।
আরো একটি জিনিস থাকে-'সহানুভূতি'।
তাদের প্রেমে পড়ে প্রেমিক না হলেও,বিপদে-আপদে কাছে থেকে সাহায্য করাই তাদের কাজ।


এতে ,কালো মেয়েরা আহ্লাদিত হয়ে প্রেমিক ভাবলেও,মূলত সে প্রেমিক নয়।সে হলো নিতান্ত- ই একজন প্রিয়জন।


না,না,তাকে প্রেমিক বলে ভুল করা যায় না।প্রেমিক হতে হলে,সে হতো ভিন্ন রকম


সে খুঁজতো , কালোর মাঝে কালো পড়লেও কালোর আসল সুন্দর।
"আমি কালো চোখে কাজলের কথা বলছি।"


সে ভিন্ন মতে জানান দিতো-
কয়েকবার কালো কেশে শাপলা গুঁজার নিয়ম।


সে প্রেমিক হলে পূবালী বাতাসে ,
শাড়ির গন্ধে হতো মুগ্ধ।


সে হতো ভিন্ন!
হিমুর মত কদম হাতে সে বলতো না, নীল শাড়ি আর নীল চুড়ির সাথে নীল টিপের মিলন।
সে বলতো-
কোন একটি রংয়ের শাড়ি পরলে হবে চলন।


সে শুভ্র হতো না,হতো না হিমু কিংবা বেলার অঞ্জন দত্ত।
সে প্রেমিক হলে হতো-একজন ভিন্ন।যেমনটা সে নিজে।


দুর্ভাগ্য!
কালো মেয়েদের 'সে' প্রেমিক হয় না।ওদের 'সে'হয় প-তে- কেবল- ই প্রিয়জন।


"প্রেমিক নয় প্রিয়জন "


Israt Jahan Panna