তোমরা না হয় অন্য রকম বাঁচতে শিখলে।
হৃদয় জ্বরের অসুখ নামটি দূরে ছুঁড়লে!
তোমরা না হয় হরেক রকম জীবন খুঁজলে।
পোড়া ক্ষতের গন্ধটুকু না-ই শুকলে।


তোমরা না হয় মিছেমিছি সুখ চিনলে।
মুখ হতে পর্দার আড়াল না সরালে!
তোমরা না হয় আরেকটু বেড়ে মানুষ হলে।
অমানুষের প্রতিচ্ছবির অন্তরালে!


তোমরা না হয় ভাতের বদল বালি গিললে।
মানুষ নামে পশুত্ব অর্জন করলে।
তোমরা না হয় কয়েক বেলা খুদ খেলে।
সম্মানিত মর্যাদাতে রাষ্ট্র পেলে।


তোমরা না হয় বইয়ের গুনে শিক্ষিত বলে।
মুখমুখোশেষ দন্ডনালে ধর্ষক ছেলে।
তোমরা না হয় নারীবাদী গোল টেবিলে।
এক গলায় মা ডাক ধর্ষিতা আরেক গালে!


তোমরা না হয় রাস্তা চিনে পা বাড়ালে।
রাষ্ট্র বুঝে নিয়ম মেনে নীতি পড়লে।
তোমরা না হয় আত্ম হত্যার মায়ের বুকের দুধ গলে।
মরে বাঁচা শিশুটির জম্ম দেখলে!


তোমরা না হয় মধ্য রাতের মিছিল শেষে খোপে ফিরলে ।
নতুন বৌয়ের মুকুট মনি ভোর সকালে।
তোমরা না হয় পুরুষতান্ত্রিক সমাজ গড়লে।
অপরিচিত মুখটি পেয়ে স্পর্শকাতর ভুলে।
তোমরা না হয় এক সময়ে বাবা নয়-লে ।
কি অপরাধ আজকে পথে অধর্ষিতা মেয়েটি কে মা ডাকলে?


"তোমরা না হয় "


Israt Jahan Panna