বহুদিন আমি সূর্যোদয় দেখিনি
তাই সেই প্রত্যাশা নিয়ে,
আমি খোলা মাঠে এসে দাঁড়ায়
সূর্যাস্তের সামনে-
নতুন কোনো সূর্যের জন্য
যে কিনা পর্বতের বুক চিরে
নিয়ে আসবে প্রতিবেশী ভোর।
বাতাস থেকে মিথেনের গন্ধ মুছে
ছড়িয়ে দেবে আবার রোদ রোদ গন্ধ
দুর্বার ডগায় জমে থাকা
শিশিরের গায়ে।
ছড়িয়ে দেবে ফিরে দেখা
গ্রামবাংলার বুকে,
ঘেঁটুফুল ও কল্মির গন্ধ।
আর এসবের পরেও পড়ে থাকবে
হেরে যাওয়া কবির
বাতিল পাণ্ডুলিপির পুড়ে যাওয়া
কবিতার ছাই।
আর অবশেষে ঘর ছাড়া শঙ্খচিলও
একমুঠো আকাশ চায়।


©পাপাই সেন