মৃতদেহ মুড়ে রেখেছি কফিনে
মৃত্যু অনড়,শেষ বুলেটের টানে,
আমরা কেবল শোকের আগুন পোহায়
খবর এলে কানে।
এখানে মিছিল ওখানে মিছিল,
ছুটে যাচ্ছি প্ল্যাকার্ড হাতে…
ভাষণই নেতাদের টানে
কে করল খুন?কাদের হলো ক্ষতি?
কেবলই পড়ন্ত বিকেল জানে।
পাতায় পাতায় শোকের আগুন
অন্ধকার নামছে পাইন বনে ,
বিরাট একটা বটবৃক্ষ উপড়ে গেল
উপকূল থেকে উঠে আসা সাইক্লোনে…
রক্তস্নাত সূর্য এখন অস্ত গেল পাহাড়তলির অঞ্চলে।
বীরের মৃত্যু কেমন?কেবলই ভারতমাতা জানে…


                            ................পাপাই সেন