বুকে হাত রাখো
                        
একবার বুকে হাত রেখে দ্যাখো
সমস্ত ইচ্ছে উড্ডীন স্বপ্ন আকাশে।
ভাবনার মেঘ সরবে, উপত্যকাকে
ছেড়ে যাবে বিষণ্ণ কুয়াশা।


লোনা ঝরনায় ধুয়ে যাবে-
যাবতীয় গ্লানি,অন্তর্নিহিত মানসিক
কষ্টবোধ।'নাও ইউ আর ফ্রি'…
অনুভবে নিজেকে  মেলে ধরো।


অনেকখানি বৃষ্টির পর রামধনু রঙ
রোদে,সমস্ত মন আঙিনা ভরে যাবে
স্পর্শসুখে। সুযোগে ছাদে
এসে দাঁড়িও দেখতে পাবে…।


কোটি কোটি নক্ষত্রের আড়ালে উজ্জ্বল
চাঁদের উঁকি।শুধু বুকে হাত রাখো।
                                          
              ©পাপাই সেন