সুযোগ করে দ্যাখো একবার
শহরের বুকে রূপকথা নেই।
কেবলই পাখির ডানায় ভর
দিয়ে নামে।তটস্থের রাত।


হাজার আবদার,অনুরোধে
ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে
আসে না গল্পকথা।তার-
বদলে নাতি বা নাতনি এখন


জানলায় বসে শোনে গভীর
সমুদ্রের দীর্ঘশ্বাস।আর সেই
সন্নিবদ্ধ  ঠোঁটে হাজারও প্রশ্ন-
এর কৌতুহল জমায়। বহ্নিময়


চিররূপকথার আকাশেও জমে
অস্থিরতার ধূসর মেঘ। বালি-
ঘড়ির সংযোজিত হয়েছে নতুন
কোনো বিভাগ,তাতে হয়ত


সাময়িক আটকা থাকে জমা
খরচ।মেঘ সরবে  দৃষ্টিসীমার
আওতায় আসবে কত নতুন-
গল্পকাহিনী। তবু রূপকথা নেই।
                          ©পাপাই সেন