যা খুশি তা যাচ্ছে লিখে, ভিষন শীতে
ঠকঠকাঠক কাঁপছে যুবক, তোমার প্রেমে।
ক্লান্ত দেহ, ঠোটের ফাকে আগুন জলে,
ছুটির শেষে ফিরছে বাড়ি, লোকাল ট্রেনে।


সীমানাটা যাচ্ছে মুছে চোখের পাতায়,
ঘড়ির কাঁটা টিক-টিক-টিক সময় কাটায়।
অপেক্ষা তার ক্লান্ত লাগে, তোমায় জেনে-
প্রতীক্ষাতে ব্যস্ত যুবক, লোকাল ট্রেনে।