আমি জানি,
চাইলেও তুমি আমাকে কখন ভালোবাসতেই পারোনা
তুমি চাইলেও কখনো আমার কাছে আসতেই পারোনা।
চাইলেও তুমি পারবেনা কভু মুখ ফুটে কথা বলতে,
চাইলেও তুমি পারোনা আমায় পড়ে গেলে তুলে ধরতে।
চাইলেও তুমি পারবেনা জানি কখনো বা মনে রাখতে,
তুমি চাইলেও পারবেনা জানি ইচ্ছে ডানা কে মেলতে।
আমি জানি তুমি দেবলোক থেকে আসা এক জলপরী,
আমি জানি তুমি অপরুপা রূপে সাজানো যে এক তরী।
তোমার হাসিতে স্বপ্ন জাগানো ভোর গুলো দিশাহারা,
তোমার কথার মূর্ছনা শুনে তানপুরা বাকহারা।
মনে হয় যেন চেয়ে থাকি শুধু তোমার নয়ন পানে,
কাজল দিঘির শীতল জলটা কেবলই আমায় টানে।
জানি আমি কভু পাবোনা তোমায় আমার মতন করে,
জানি আমি স্মৃতি আগলে রাখবো হ্নদয়ের মাঝে ধরে।
নাই চোখে জল তবু ছলছল, বুক খানা হয় ভারি,
দেখতে যখন পাইনা তোমায়, জীবন যুদ্ধে হারি।
চাওয়া পাওয়ার এই দুনিয়ায় আমি ভাগ্য হারা,
আমার মনের কল্পনাতেও তুমিই যে দাও সাড়া।