তোমার, আমার, সবার...
এমন কী, সব কিছুরই বোধহয়
একটা আড়াল থাকে!
আড়ালকে আড়ালেই রাখতে হয়।


আজ আকাশ ভরা মেঘ।
চাঁদ আজ মেঘের আড়ালে।
জানি চাইলেও
আজ তাকে পাবো না কিছুতেই।


চাঁদ তো সবার।
তবু মনে হয় মেঘ সরলেই __
চাঁদ শুধু আমারই হবে!
ভুলে যাই চাঁদের আড়াল-কথা।


যতই জ্যোৎস্নায়
সে সবার মন ভরিয়ে তুলুক,
তার আড়াল পিঠ, একান্তই তার!
মেঘ সরলেও....