মুছে দিয়ে জাগতিক
সব কোলাহল...
আলোয় আলোয়
ভাসলো রাতের বনতল।
আকাশে যে হাসে আজ
কার্তিক পূর্ণিমার চাঁদ...
স্বর্গ এসেছে নেমে যেন
ভেঙে দিতে অভিমানী বাঁধ!


উতলা হলো আজ নারীমন!
প্রাণনাথ আসবে কখন?
মনের আতরে ছড়িয়ে ঘর,
সাজিয়ে রেখেছে বাসর...


হেমন্তের নিটোল শিশির
তৃণদলে মুক্তো যেন,
চাঁদের আলোয় ঝলমল...
দুই মনের রাসলীলায় ফুটবে
স্বর্গীয় প্রেমের শতদল!