সেই ছোট্ট মেয়েটা
কখন যে একটু একটু করে
বড় হয়ে উঠলো...


বিদেশে জন্মেও
বাংলা ভাষা আর
বাংলা সংস্কৃতির আকর্ষণ,
দেখার মতো!
বাঙালি বাবা মা এর শিক্ষা
বাঙালি করেছে ওকে!!


খুব ছোট্ট বেলায় __
ভারতের মশার কামড়ের ভয়ে
মশারির মধ্যে থেকে
হাততালি দিয়ে উঠতো!
মশারি নামক বস্তু দেখে হেসে
গড়িয়ে পড়তো।


ওর ধারণা ছিল ভারতের
রাস্তায় রাস্তায়
হাতি চরে বেড়ায়...
সত্যি সত্যিই একদিন
পাড়ায় আসা সার্কাস দলের
এক হাতিকে মাহুত সহ
চরতে দেখে উচ্ছসিত!


সেই মেয়েটাকে একদিন
খেলনা বাটি ছেড়ে
কখন যেন সংসার টেনেছে...
বিদেশে কর্পোরেট সংস্থার
স্মার্ট মেয়ে লাল বেনারসীতে,
লাজুক হয়েছে যেন!
বাংলাকে সে অঙ্গে জড়িয়েছে!


আজ ওর বিয়ে।।


বাঙালির আশীর্বাদ রইলো
ওর সাথে..
কর্মের জন্য বিদেশে থাকলেও
বাঙালি হয়েই থেকো মেয়ে!
বাংলাকে ভুলো না।
বাংলাকে ভালবেসো আজীবন।


***.কিছু স্মৃতি সাথে নিয়ে আমার ভাইঝির বিয়ে উপলক্ষ্যে লেখা।