তুমি কি স্পর্শ পাও না পরাধীনতার?
অনুভব করো না অদৃশ্য শিকল?
চোখ বাঁধা বিচারক পুতুলের মতো
নির্বিকার তুমি...
না কি সন্তানদের অবহেলায়
হেঁট হয়ে আসে মাথা!
শীর্ণ হাত আর কত বইবে
তেরঙা নিশান!


যাদের ওপর ছিল ভার,
সেই সন্তানরাই ভেঙেছে সংসার।
ক্ষমতার লোভে
মানবতা হারিয়েছে তারা।
ভুলে গেছে "মা" কে।


'স্বাধীনতা' তুমি কার?
টুকরো টুকরো হয়ে গেছে নীতি!
নানা রঙের পতাকার বাহার।
যে যার মতো ভাগ করে নিয়েছে ঘর!


তুমি এখন "ভাগের মা" !!!


অনুভব করো? তোমার মণিবন্ধে
ওরা পরিয়েছে শৃঙ্খল!
তোমার চলার পথ হিংসা বিদ্বেষের রক্তে পিচ্ছিল...
সেই পথে তোমার বৃদ্ধা শরীর
মুখ থুবড়ে পড়ে রক্তাক্ত...
স্বাধীনতা!!!!