আকাশ যখন __
তৃষায় পাগলপারা,
মাটির জল হ'ল দিশাহারা!
আকাশ পারে
চায় যেতে যে আকূল মন।
বক্ষ জুড়ে উষ্ণতা তার
চাইল আকাশ ছুঁতে।
গগন জুড়ে ছড়িয়ে গেল
হীরের কুঁচির মত
যত বাষ্পকণা।


সেই সুরেতেই
মেঘে মেঘে করলো জমা
পৃথিবীর যত গান...
ঠিক তখনই __
বাজলো উঠে শূন্য মাঝে
কী ভীষণ টংকার!!!
হয়ে যায় আকাশ পৃথিবীর
প্রেমের লেনদেন।
অশ্রুর মত ঝরে পড়ে
আষাঢ় শ্রাবণ।