আশ্বিনে এক নদীর তীরে।
কাশ ফুটেছে সারে সারে।
শরৎ সেথায় মনটা কাড়ে।


পাগল করা চাঁদনি নেশায়,
রেখে রূপালী ভালবাসায়,
রইব চেয়ে সুখের আশায়!


রূপকথারই শিউলি তলে
পরেছি মালা মনটি ভুলে!


কখন যে সে শরৎ বাহার,
থাকলো ভুলে এ সংসার।