পাতা ঝরা শেষে
এখনি আসবে শীত __
ফুলের বাসরে
শুরু হয়ে গেছে গুঞ্জরণ!
মৌমাছি অলিদের
সোহাগী আলাপন ___
প্রজাপতি জুড়েছে নাচ
এ ফুলে ও ফুলে ___
গোলাপও ফুটেছে বুঝি
প্রেমের অপেক্ষায়!
এসো মিত্, এ জলসায়!
কুয়াশার আবহ সঙ্গীতে
ধরো শীর্ণ হাত...
ঘুচে যাক যত রুক্ষতা ।
পূর্ণ হোক
মিষ্টি শীতের স্বরলিপি
এ ফুলের মেলায়!