ফাগুন বেলায়
সেই যে আমের বউল গুচ্ছ।
কবে কার অন্ধকারে
আনমনে থাকা আজও...


কোঁচর ভরে কুড়িয়ে আনা
আনন্দমেলা __
কচি আমের সেই বেলা __
থেঁতো আমে নুন আর লঙ্কা!
জিভের জলে মেতে ওঠে
তপ্ত দুপুর
হাফ প্যান্ট আর ফ্রকে!


গ্রীষ্ম আসে, আম পাকে...
ম ম ঐ আমতলা!
আসে ভয়ঙ্করী কালবোশেখ।
তবু আনন্দে আটখানা
এক দঙ্গল কচিকাঁচা।
টুপ টুপে ঝুড়ি ঝুড়ি আম।
বাগান ভরা রস!


সেদিন কোথায় হারায়!
ছোট্ট বেলার খুনসুটি সাথে
আম প্রেম!
রস ফুরোলে বাগান মাতে
মধুর মধুর সুরে ...
আম আঁটির ভেঁপু __
আজ কোথায় কদ্দুর!!!