এই যে দুপুর,
       একটা দুপুর __
নয় সে দুপুর ক্লান্ত!!

টাপুর টুপুর _
        বৃষ্টি-নূপুর __
ছন্দে হলো অশান্ত!!

গরমও চরম _
      মেঘ কী নরম!
বৃষ্টি এক সৃষ্টি ছাড়া!!

একটু সময় __
      মন করে জয়,
দুপুরটা পাগলপারা!!